মুখ‍্যমন্ত্রী ঘোষিত মেমারি বিধানসভা অঞ্চলভিত্তিক পৃথক খেলা হয়

সেখ সামসুদ্দিন : খেলা দিবস উপলক্ষ্যে মেমারি বিধানসভা এলাকায় অঞ্চলভিত্তিক পৃথক খেলা হয়। গন্তার ২ অঞ্চলের পাতরা বালিডাঙা প্রাথমিক স্কুল মাঠে, কুচুট জিপির বড় মশাগড়িয়া প্রাথমিক বিদ‍্যালয় মাঠে, নিমো ১ এর নতুন রাস্তা মাঠে, দলুইবাজার ২ অঞ্চলের চাঁচাই ৩নং নীলকুঠি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে, দলুইবাজার ১ রথতলা মাঠে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল‍্যাণ দপ্তরের উদ‍্যোগে মেমারি ১ ব্লকের সরক সরকারি খেলা হয় এবং মেমারি স্টেডিয়ামে পুরসভার খেলা হয়। দুর্গাপুর জিপির কাঁটাপুর মাঠে, দেবীপুর অঞ্চলে, সাতগেছিয়া ২ জিপির সেনপুর মাঠে ও বাগিলা জিপির তক্তিপুর মাঠে খেলা হয়। খেলার মাঠে উপস্থিত ছিলেন সর্বত্র বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, ব্লক সহ সভাপতি সন্দীপ পরামানিক, মহঃ সাজাহান, ছাত্র সংগঠনের সহ সভাপতি সুরজ মন্ডল এবং প্রতি অঞ্চলের সভাপতি, প্রধান সহ জন প্রতিনিধি ও দলীয় নেতৃত্ব। দলুইবাজার ১ এর রথতলা মাঠে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহসভাপতি সেখ মোয়াজ্জেম, কর্মাধ‍্যক্ষ আব্দুল হালিম সহ সদস‍্যবৃন্দ এবং মেমারি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন সহপ্রশাসক ও জেলা সাধারণ সম্পাদক সূপ্রিয় সামন্ত ও স্বপন ঘোষাল, প্রাক্তন কাউন্সিলার চিরঞ্জীব ঘোষ, সামসুল হক মির্জা সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। এদিন বৃষ্টিবিঘ্ন আবহের মধ‍্যেও মানুষের মাঠে উপস্থিতি ছিল আকর্ষণীয়।