কালিকাপুর গ্ৰামে তফসিলর সংলাপ কর্মসূচি পালন

রাহুল রায়,নতুন গতি ,পূর্ব বর্ধমানঃ বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বিধানসভার অগ্ৰদ্বীপ অঞ্চলের কালিকাপুর গ্ৰামে তফসিলর সংলাপ কর্মসূচি পালন করা হল। তফসিল নেতৃবৃন্দরা বাড়ি বাড়ি গিয়ে কথা বললেন তফসিল সম্প্রদায়ের মানুষদের সাথে।

     

    তাদের অভাব-অভিযোগে কথা শুনলেন,তাদের সামনে তুলে ধরলেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গৃহীত তফসিল উন্নয়নের নানা জনকল্যাণমূলক প্রকল্পের কথা। এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন মানুষেরা।