খড়্গপুরে রেড “ভলান্টিয়ারদের উদ্যোগে কোভিড রোগ মুক্তি উত্তর সতর্কতা ও মানসিক চাপ নিয়ন্ত্রণ” বিষয়ক কর্মশালা

নিজস্ব সংবাদদাতা,খড়্গপুর: অতিমারী কালে কোভিড রোগীর ও তাঁর পরিবারে পাশে দাড়াঁনোর কাজেই নিজেদের বেঁধে রাখল না রেড সিপিআইএম খড়গপুর শহর দক্ষিণ এরিয়া কমিটির রেড ভলান্টিয়াররা।

    রবিবার হিজলী সোসাইটি বিবেকানন্দ সংঘের প্রাঙ্গণে কোভিড উত্তর ব্যক্তিগত যত্ন ও মানসিক চাপ নিয়ন্ত্রনের লক্ষ্যে কর্মশালার আয়োজন করল রেড ভলান্টিয়াররা৷ কর্মশালায় আমন্ত্রিত ছিলেন খড়গপুর শহরের বিভিন্ন প্রান্তের কোভিড জয়ী রোগী সহ তাঁদের পরিবার৷ শুরুতে গনসঙ্গীত পরিবশন করেন গন জাগরণ কণ্ঠের শিল্পীরা৷ প্রারম্ভিক বক্তব্য রাখেন রেড ভলান্টিয়ার আহ্বায়ক অমিতাভ দাস৷ কর্মশালার সফলতা কামনা করে বক্তব্য রাখেন সবুজ ঘোড়াই৷ কোভিড উত্তর শারিরীক সমস্যা ও তার প্রতিকার সমন্ধে আলোচনা করেন ডাঃ সুপ্রিয় প্রামাণিক, এম ডি (মেডিসিন) এবং এই সময়কালে কি ভাবে মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করা যাবে সেই বিষয়ে আলোচনা করেন বিশিষ্ঠ মনোবিদ শ্রী প্রসেনজিৎ দে৷ উপস্থিত ছিলেন স্মৃতিকণা দেবনাথ৷ সমগ্র কর্মশালা পরিচালনা করেন হরেকৃষ্ণ দেবনাথ৷