|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : প্রকাশিত হলো নতুন মিউজিক ভিডিও “নয়ন তোমারে পায় না দেখিতে” করোনা আবহের মধ্যেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বি-শতজন্মবার্ষিকী পূর্তি উপলক্ষ্যে বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথকে শ্রদ্ধার্ঘ্য জানালেন এনভি প্রোডাকশনের কলাকুশলীরা। উপলক্ষ্য ছিল সঙ্গীতশিল্পী দেবলীনা চ্যাটার্জ্জীর রবীন্দ্রসঙ্গীত ‘নয়ন তোমারে পায় না দেখিতে” এর মিউজিক ভিডিও’র প্রকাশ।শনিবার সন্ধ্যায় অনুষ্ঠানের শুরুতে মাল্যদানের মধ্য দিয়ে বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এদিন মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয়ে সীমিত সংখ্যক অতিথিদের উপস্থিতিতে মিউজিক ভিডিওটি প্রকাশ করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী হায়দার আলি।ভিডিওটি পরিচালনা করেছেন পরিচালক অনির্বান মিশ্র,সিনেমাটগ্রাফার হিসেবে কাজ করেছেন সুমন রোম,সম্পাদনা করেছেন সৌরভ কোনার।
অভিনয়ে অংশ নিয়েছেন পৌলমী দে,অর্পিতা মাইতি ও মেঘনা মাইতি।শনিবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংস্কৃতিক জগতের বিশিষ্ট কবি সঙ্গীতশিল্পী ও নৃত্যশিল্পীরা। উপস্থিত ছিলেন অভিনন্দন মুখোপাধ্যায়ে,রাজীব খান, সুমন্ত সাহা, বৃষ্টি মুখোপাধ্যায়, রিমা কর্মকার, অদ্রিজা ত্রিপাঠী,অাদৃতা ত্রিপাঠী, শমীক সিংহ,রিমা কর্মকার, নিসর্গ নির্যাস মাহাতো , মিঠুন আচার্য,অর্ণব সেন ও অন্যান্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন তাপস সিনহা,কুনাল ব্যানার্জ্জী, উদ্যোগপতি রত্নদীপ মন্ডল, সময় বাংলার কর্ণাধার জয়ন্ত মন্ডল সহ অন্যান্য সংস্কৃতিপ্রেমী বিশিষ্ট জনেরা।।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঈশিতা চ্যাটার্জ্জী। অনুষ্ঠানটি সুচারুভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সংকলক ধন্যবাদ জানান এনভি প্রোডাকশনের কর্নাধার সুব্রত রায় ও মহুয়া ঘোষ। মিউজিক ভিডিওটি ইতিমধ্যে ইউ টিউবে আপলোড করা হয়েছে এবং বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে।