|
---|
জাগো বাংলা প্রকল্প…SEG গ্রুপ…উৎকর্ষ বাংলা প্রকল্প অনুষ্ঠান চন্ডিপুর।
সেক আতিউল্লা , নতুন গতি, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার অন্তর্গত ভেকুটিয়া ১ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় সরোজ কুমার ভূঞা মহাশয়ের নেতৃত্বে মহিলাদের স্বনির্ভর করে গড়ে তোলার জন্য জাগো বাংলা প্রকল্প…SEG গ্রুপ…উৎকর্ষ বাংলা প্রকল্প… নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে যেখানে মহিলাদের স্বনির্ভর করতে ট্রেলারিং মেশিনের মাধ্যমে বিভিন্ন ধরনের হাতের কাজ সেখানো হবে…এছাড়া জাগো বাংলা প্রকল্প যেখানে প্রতিবছর গ্রুপ এর এক এক জনের একাউন্ট এ ৫০০০ টাকা আসবে যার মাধ্যমে তারা ওই টাকা নিয়ে কোন ব্যবসার কাজে,হাতের কাজে লাগাতে পারে ।