রাজ্যে বিজেপির দলকে দেউলিয়া বলে কটাক্ষ করলেন কুণাল ঘোষ

রাজ্যে বিজেপির দলকে দেউলিয়া বলে কটাক্ষ করলেন কুণাল ঘোষ

    বাইজিদ মন্ডল, মগরাহাট: 2021 এর নির্বাচন যত এগিয়ে আসছে ততই চাপ বাড়ছে রাজ্য রাজনীতিতে। এদিন দক্ষিণ 24 পরগনা মগরাহাট 2 নম্বর ব্লকের ধামুয়া মুলটি স্কুল ময়দানে কৃষিবিল প্রত্যাহার,পেট্রোল, ডিজেল ও গ্যাসের লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ। এছাড়াও উপস্তিত ছিলেন, দক্ষিণ ২৪পরগনা জেলার সভাপতি সুভাশিষ চক্রবর্ত্তী, তৃণমুল কংগ্রেসের সভা নেত্রী জুঁই বিশ্বাস, সাংসদ প্রতিমা মন্ডল ,বিধায়িকা নমিতা সাহা। এদিনের সভা থেকে কুণাল ঘোষ কড়া ভাষায় আক্রমণ করেন কেন্দ্রের শাসক দলকে এবং সদ্য দল ছেড়ে আসা শুভেন্দু অধিকারী ও সভন চেটার্জি কে এদিন তিনি বলেন, মাঝপথে দল থেকে যারা পালিয়ে যায় তারা মীরজাফর, আমি কিন্তু সেই দলের পথে নেই Iআপনারা নিজে পায়ে কুড়ল মারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার না থাকলে কন্যাশ্রী , রুপশ্রি, সাস্থ্য সাথী, বিনা মূল্যে শিক্ষা,খাদ্য থাকবে না, কেনো আমরা এই জিনিস গুলো তাদের তুলে দেবো,যে সমাজ আমাদের ক্ষতি করবে সেটা হতে পারে না।  ওরা যেগুলো বলছে ওদের যদি মুখ বা নেতা থাকতো তাহলে ওরা ভিক্কের বাটি হাতে বসে থাকতো না, কখন মমতা দিদির একটা পচা আলু ফেলবে এবং কখন সিপিআইএম ও কংগ্রেস থেকে তুলে নেবে,এদের কিছুই নেই এরা দেউলিয়া।  রাজ্যপাল কে কটাক্ষ করে বলেন রাজ্যে রাজ্যপাল একটা বিশেষ রাজনৈতিক দলের হয়ে কথা বলেন, রাজ্যপাল পাল্টাবে কিন্তু রাজ্য সরকার পল্টাবেনা। আর সেই বাংলা কেই আমরা সোনার বাংলা করে রাখবো।পাশাপাশি তিনি আরো জানান বিজেপির সাম্প্রদায়িকতা রাজনীতি করছে কিন্তু আমাদের দল হিন্দু-মুসলিম দেখেনা আমাদের দলে প্রত্যেকের সমান অধিকার আছে। পাশাপাশি তিনি এ ও হুঁশিয়ারি দেন বিজেপি আমাদের ইট ছুড়লে আমরা কিন্তু পাটকেল ছুঁড়তে প্রস্তুত আছি,এদিন প্রায় হাজার হাজার মানুষের ভিড়ে পূর্ণ হয়ে ওঠে ধামুয়ার মুলটি স্কুল ময়দান পাশাপাশি সিপিআইএম এর প্রাক্তন সদস্য সইদুল ইসলাম সহ মগরাহাটের চৌদ্দটি পঞ্চায়েত থেকে হিন্দু-মুসলিম মিলিয়ে প্রায় শতাধিক এর বেশি সমর্থক এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করে দলীয় পতাকা তুলে নেন। তবে ভোট পর্ব যত এগিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে রাজ্য রাজনীতি এবার দেখার পালা আগামী নির্বাচনে মানুষ কাকে নির্বাচিত করেন।