ঈদুল আযহার সম্প্রিতী বজায় রাখতে রাজারহাট থানা কমিটির উদ্যোগে থানায় আলোচনা সভা

বিশেষ সংবাদদাতা, নিউটাউন: বৈচিত্র্যময় আমাদের দেশে বিশ্বের সবচেয়ে বেশি জাতি,ধর্ম ও ভাষা-ভাষীর অবস্থান লক্ষ্য করা যায়। বিখ্যাত বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর,কাজী নজরুল ইসলাম,স্বামী বিবেকানন্দ সহ অন্যান্য মহাপুরুষেরা বিশ্বের দরবারে বারবার সমাদৃত হয়ে বাংলা তথা ভারতের মুখ কে উজ্জ্বল করেছে।

    ইসলাম ধর্মের ঈদ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হওয়ার পাশাপাশি আগামী বুধবার আমাদের দেশে যথোচিত মর্যাদার সঙ্গে পালিত হতে চলেছে ঈদুল আযহা। সাম্প্রতিক সম্প্রিতী বজায় রাখতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের প্রতিটি থানায় আসন্ন ঈদ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।সেই উপলক্ষে সোমবার বিধাননগর কমিশনারেটের রাজারহাট থানা কমিটির উদ্যোগে থানার কনফারেন্স হলে।

    বৈঠকে উপস্থিত ছিলেন ডিসিপি বিশপ কুমার,এসিপি শ্রী পরেশ রায়, স্থানীয় বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায়, জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জনাব এ কে এম ফারহাদ সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী প্রবীর কর,আইসি জামাল উদ্দিন, সমষ্টি উন্নয়ন আধিকারিক ঋষিকা দাস, ইমাম বাকিবিল্লাহ সাহেব, মাওলানা কালাম সাহেব সহ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেমরা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।