|
---|
সুবিদ আলি মোল্লা, নতুন গতি : বারাসাত নজরুল চর্চা কেন্দ্রের উদ্যোগে বারাসাতের জেলা পরিষদ ভবনের তিতুমীর সভাকক্ষে ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব ২০২৩ উদযাপিত হলো। ১৫ই জুলাই, ২০২৩ সাদা পায়রা উড়িয়ে ও দুই বাংলার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এই মিলন উৎসবের শুভ সূচনা হয়। উপস্থিত বিশিষ্টজনেরা কাজী নজরুল ইসলামের সৃষ্টির মধ্যে যে সম্প্রীতির ভাবনা ও আদর্শ আছে তা তুলে ধরেন। সকল জাত পাত ও ভেদাভেদের উর্ধ্বে তিনি ছিলেন একজন প্রকৃত মানুষ
এটাই দুই বাংলার বিশিষ্ট গুণীজনদের বক্তব্যে উঠে আসে। নজরুল চেতনায় আন্ত:ধর্মীয় সম্প্রীতি শীর্ষক আলোচনায় অংশগ্রহণকারী বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথিরা হলেন সাদেক সিদ্দিকী (চলচ্চিত্র নির্মাতা
ও অভিনেতা), লায়ন এম এ আউয়াল (বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য ও চেয়ারম্যান) , মুক্তিযোদ্ধা কবি মুহাম্মদ আনোয়ার হোসেন (প্রাক্তন ডিআইজি, বাংলাদেশ পুলিশ), শাহজাহান বাবলু( শিল্পপতি ও সমাজসেবক) চিত্তরঞ্জন সাহা,সভাপতি,হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদ( যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগ), শিখা সাহা
ও আসমা আক্তার। পশ্চিমবঙ্গের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম, বিচারপতি ইন্তাজ আলী , ইমদাদুল হক নুর( সম্পাদক, নতুন গতি), ড. সুব্রত চ্যাটার্জী ,ড. সিদ্ধার্থ দত্ত( নজরুল গবেষক)। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জনাব শাহজাহান মন্ডল( সম্পাদক, নজরুল চর্চা কেন্দ্র)। মঞ্চে কবিতা পাঠ ও সঙ্গীতে অংশগ্রহণ করেন মহিউদ্দিন মন্ডল, সোহরাব হোসেন, মোঃ আসাদ আলী, সুবিদ আলী মোল্লা,বাকিবিল্লাহ মন্ডল, মাসুদুর রহমান রহমান, আইয়ুব আলী, দুর্গা বেরা, অনুজা তিথি, সর্বানি বেগম,স্বপন ভট্টাচার্য ,শান্তনু কয়াল ও আরো অনেকে। ইন্টারন্যাশনাল নন-কমুনাল সোসাইটির চেয়ারম্যান মোঃ আতাউল্লাহ খান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান। অনুষ্ঠানের মূল প্রসঙ্গ উপস্থাপক ছিলেন প্রফেসর ডক্টর
শহীদ মঞ্জু । সমস্ত অনুষ্ঠানের কার্যকরী রূপায়নে ছিলেন অধ্যাপক ড. শেখ কামাল উদ্দিন সাহেব (প্রতিষ্ঠাতা সভাপতি, নজরুল চর্চা কেন্দ্র ,বারাসাত