|
---|
নিজস্ব সংবাদদাতাঃ মেমারি, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে অভাবনীয় সাফল্য লাভ করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেসের মতো জনবিচ্ছিন্ন দলগুলিকে প্রত্যাখ্যান করেছেন মানুষ। সারা বছর মানুষের পাশে থাকা ও সামাজিক প্রকল্পের সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নপ্রকল্প তৃণমূল কংগ্রেসকে গ্রামের মানুষের আশীর্বাদ জানানোর কারণ বলে উঠে আসছে রাজনৈতিক বিশ্লেষণে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিগত বারো বছরে তৃণমূল কংগ্রেস সরকারের উন্নয়ন কর্মসূচি গ্রামীণ অর্থনৈতিক পরিকাঠামোকেই বদলে ফেলেছে। সারা পশ্চিমবঙ্গেই নিরঙ্কুশ রাজনৈতিক বিজয় অক্ষুণ্ণ রেখেছে তৃণমূল কংগ্রেস । পূর্ব বর্ধমান জেলার ফলাফলে তার অন্যথা হয় নি।
মেমারি ১ ব্লকের নিমো ২নং গ্রাম পঞ্চায়েতর ১৪ টা আসন বিজয়ী হয় তৃণমূল কংগ্রেস। কেন্না গ্রাম থেকে গ্রাম পঞ্চায়েতের দুটি আসনেই বিজয়ী হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী নাজিরা খাতুন ও বুদন রায় । মেমারি ১ ব্লক সভাপতি ও জেলা পরিষদের সদ্য বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী নিত্যানন্দ ব্যানার্জি বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান এবং কেন্না গ্রামের মানুষকে অভিনন্দন জানিয়ে শান্তি – শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান ।
বিজয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করা হয়। উপস্থিত ছিলেন সদস্য নাজিরা খাতুন, সদস্য বুদন রায়, আসফার হোসেন, আমজাদ হোসেন, মহ বদরউদ্দিন, সেখ সামসোজোহা প্রমুখ। মিছিলে ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করেন এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকগণ। কেন্না গ্রাম উৎসব মুখর হয়ে ওঠে।