|
---|
এমডি সালমান হেলাল : প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্য ডেন্টাল কাউন্সিলের সভাপতি ডক্টর রাজু বিশ্বাস ,ডক্টর দেবাশিষ হালদার, ডক্টর শুভ্রা নন্দী,ডক্টর গৌতম কুন্ডু ,ডক্টর রাজশ্রী ব্যানার্জি, অমল চক্রবর্তী ও অন্যান্যরা। এই সম্মেলনে ডক্টর রাজশ্রী ব্যানার্জি শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হন । শাখা সম্পাদক ডাক্তার মৌসুম মন্ডল জানান “প্রায় ২০০ জন চিকিৎসক এই সম্মেলনে অংশগ্রহণ করেন ।বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে আমরা এই শাখা কে এগিয়ে নিয়ে যাব।” অর্গানাইজিং সেক্রেটারি ডঃ কুমার কান্তি প্রধান সবাইকে ধন্যবাদ জানান অনুষ্ঠান সফল করার জন্য।