পশ্চিমী দেশ গুলির কাছে জেনারেটরের সাহায্যের আবেদন , কিয়েভের মেয়রের

নিজস্ব সংবাদদাতা : রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি ক্রমশই ভয়ানক হয়ে উঠেছে। রাশিয়ার একের পর এক মিসাইল হামলায় পাওয়ার প্লান্ট গুলি ধ্বংস হয়ে যাচ্ছে। কিয়েভের মেয়র এবার পশ্চিম এর দেশগুলির কাছে জেনারেটর পাঠানোর সাহায্য চাইলেন। এই বিষয়ে তিনি জানিয়েছেন রাশিয়ার মিসাইল হামলায় একের পর এক বিদ্যুতের প্লান্ট গুলি ধ্বংস হয়ে যাচ্ছে। অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকা, এদিকে শীতের প্রকোপ বাড়ছে। যা পরিস্থিতি ঠাণ্ডায় জমে মরে যেতে হবে ইউক্রেনের সাধারণ মানুষদের। এরকম ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে জেনারেটরের দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান রাশিয়ার মিসাইল হামলার কারণে ৪০ শতাংশ বৈদ্যুতিক প্লান্ট ধ্বংস হয়ে গেছে। এদিকে হু হু করে ঠান্ডা বাড়ছে গোটা দেশে, পরিস্থিতি ক্রমশই ভয়ানক হচ্ছে। ইতিমধ্যেই কিয়েভে কিছু হিটার পয়েন্ট নির্মাণ করা হয়েছে। তাছাড়া কিভাবে মেয়র আরো জানিয়েছেন কিছু জেনারেটর ক্রয় করা সম্ভব হয়েছে।