বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

নিজস্ব সংবাদদাতা:  আবার বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। সোমবার দুপুরে কাবুলের একটি জনপ্রিয় হোটেলে হামলা চালায় বন্দুক ধারীরা। যদিও এখনো পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

     

    আন্তর্জাতিক সংবাদ সংস্থার তরফ থেকে জানানো হয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি জনপ্রিয় হোটেলে সোমবার হামলা চালায় একদল বন্দুকধারী। এই হামলার ফলে এক সংবাদ প্রতিনিধি আহত হয়েছে বলে জানা গেছে। যদি নিরাপত্তা রক্ষীদের তরফ থেকে সেরকম কিছু এখনো পর্যন্ত জানতে পারা যায়নি। তবে নিরাপত্তা রক্ষীরা হোটেলের চারপাশ ঘিরে ফেলেছে বলে জানা গেছে।