বোর্ড গঠনে বিধায়ক ও বিডিও সরাসরি অভিযুক্ত, দাবী তৃণমূল ব্লক সভাপতির

আজিজুর রহমান,গলসি : বোর্ড গঠনে বিধায়ক, বিডিও ও কয়েকজন সরাসরি অভিযুক্ত এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন গলসি ১ নং ব্লক তৃণমূল সভাপতি জনার্দ্দন চ্যাটার্জ্জী। তাছাড়াও ভোটাভুটি করায় দল বিরোধী কাজের অভিযোগ তুলেছেন ব্লক তৃণমূলের সহসভাপতি দোলন দত্ত। আর এতেই গলসি ১ নং ব্লকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল আবার সামনে চলে এলো। বিষয়টি নিয়ে সদ্য নির্বাচিত সহ-সভাপতি অনুপ চ্যাটার্জী অবশ্য কিছু বলতে চাননি। ব্লক সভাপতি নাম না করে, বিধায়ক ও বিডিও বিরুদ্ধে ঘোরতর অভিযোগ তুলেছেন। ব্লক সভাপতি জনার্দন চ্যাটার্জী বিধায়ককে এক হাত নিয়ে বলেন”এই ব্লকের মধ্যে একটা চতুর্ভুজ কাজ করছে। এবং তার মধ্যে সরাসরি মনে হয়েছে বিডিও এমএলএ ও কয়েকজন অভিযুক্ত। সত্য মিথ্যাটা তাদেরও তদন্ত করা উচিত”। আর সরাসরি যদি বলেন সর্ষের মধ্যে ভূত তাহলে আমি যেমন দলের নিয়ম- শৃঙ্খলার বাইরে নয়, সেরকম বিধায়কও কিন্তু দলের নিয়ম কানুনের বাইরে নয়”। “দলকে সামনে রেখে যে খেলাটা করছেন সেটা বন্ধ হবে এই বিষয়ে আমি আশাবাদী”। জানাগেছে, গলসি ১ নং ব্লকে পঞ্চায়েত সমিতির আসন ২৭ টির মধ্যে তৃণমূল কংগ্রেস ২৬ টিতে জয় পাই। একটি আসন পায় সিপিআইএম। শুক্রবার পঞ্চায়েত সমিতি গঠনের জন্য সমিতির সভাপতি আলপনা বাগদিকে ভোটাভুটি করে নিলেও সহ সভাপতি দোলন দত্ত কে না করার অভিযোগ তোলেন দোলন নিজেই। তিনি সিপিআইএম এর সমর্থক নিয়ে পান ৮ টি ভোট। অনুপ পান ১৯টি ভোট। এদিকে অভিযোগের বিষয়টি নিয়ে গলসি বিধায়ক নেপাল ঘরুইকে ফোন করা হলে তার প্রতিক্রিয়া মেলেনি। তবে গলসি ১ নং ব্লক বিডিও দেবলীনা দাস বলেন, বোর্ড গঠনে বিডিওর কোন ভুমিকা নেই। সদস্যরা বোর্ড গঠন করেছেন। আমি শুধু পঞ্চায়েতের গঠনের নিয়ম অনুয়ায়ী প্রিসাইডিং অফিসারের ভুমিকায় কাজ করেছি। এদিকে এলাকার বেশকিছু ফেসবুক পোষ্টে জানতে চাওয়া হয়েছে গুরুশিষ্যের খেলা সকলেই দেখেছেন, আজ মহাগুরুর খেলা কেমন দেখলেন।