সক্ষম শিশুদের মায়েদের স্বাবলম্বী করার জন্য বিশেষ উদ্যোগ নিহারিকা প্রতিবন্ধী স্কুল

নিউ গড়িয়া:নুরউদ্দিন:বিশেষ সক্ষম শিশুদের শিক্ষার পাশাপাশি বিভিন্ন রকম থেরাপি ও হাতে-কলমে স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে নীহারিকা প্রতিবন্ধী স্কুল একটি দৃষ্টান্ত স্বরূপ দক্ষিণ ২৪ পরগনার নিউ গড়িয়ার সমবায় আবাসনের সমিতিতে গড়ে উঠেছে এই স্কুল। স্কুলের পক্ষ থেকে একটি বিশেষ ট্রেলারিং ট্রেনিং এর শুভ উদ্বোধন করা হলো আজ,উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে এক্স ভাইস চেয়ারপারসন মহিলা কমিশন মহুয়া পাঁজা।

    দূরদূরান্ত থেকে মায়েরা তাদের বিশেষ সক্ষম শিশুদের নিয়ে আসে নীহারিকা প্রতিবন্ধীস্কুলে এবং স্কুল ছুটি পর্যন্ত অপেক্ষা করতে থাকে।বিশেষ সক্ষম শিশুদের মায়েদের এই সময়টা যাতে নষ্ট না হয় তার দিকে খেয়াল রেখে প্রতিবন্ধী স্কুলএই ট্রেনিংয়ের উদ্যোগ নি­য়েছে স্কুল কর্তৃপক্ষ। ৩৫ থেকে ৪০ জন বিশেষ সক্ষম শিশুদের মায়েরা এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছে এবং ট্রেনিং নিয়ে স্বাবলম্বী হওয়ার অঙ্গীকারকরেছে।সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণটি দেওয়া হচ্ছে।এই ট্রেনিংয়ে সাহায্য করেছে অ্যামিলিয়া রোটারি ক্লাব কলকাতা এবং রোশনি ওয়েলফেয়ার সোসাইটি বারাসাত।

    নীহারিকা প্রতিবন্ধী স্কুলের সবর্ময় কর্তা বিবেকানন্দ বাগ বলেন আগামী দিনে এই মায়েদের হাতে আরও নতুন

    কোন প্রশিক্ষণ দেওয়া যায় এবং হাতে সব রকম আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হবে।

     

    নিউ গড়িয়া থেকে নূরউদ্দিন এর রিপোর্ট নতুন গতি!