|
---|
মুর্শিদাবাদ: কানহাইয়া লাল হত্যাকাণ্ড নিয়ে উত্তাল দেশ। এবার সেই কানহাইয়া লালের হত্যাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ দেখালো জুম্মা মসজিদের মুসল্লীরা।
জানা যায় মুর্শিদাবাদের বহরমপুর থানার নিয়াল্লিশপাড়ার খিলিপাড়া গ্রামে জুম্মা মসজিদের মুসল্লিদের উদ্যোগে জুমার নামাজ শেষে কানহাইয়া লালের হত্যাকারীদের শাস্তি দাবিতে প্রতিবাদ দেখায় মুসল্লিরা।
সাথে নবী মুহাম্মদদের (সঃ) অপমানকারী নূপুর শর্মার শাস্তির দাবি করেন তারা। এমনকি মালদার আফরাজুল, যাকে রাজস্থানে কোপানোর পর পুড়িয়ে হত্যা করা হয়েছিল সেই আফরাজুলের ন্যায় বিচারের দাবিতে স্লোগান উঠে।