|
---|
সামিম হোসেন, মুর্শিদাবাদ : ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মুর্শিদাবাদের রেজিনগরের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর। ৬ আগস্ট বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের বহরমপুর কার্যালয়ে তৃণমূলে যোগদান করেন হুমায়ুন কবীর। হুমায়ূনের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ আবু তাহের খান,কো- অর্ডিনেটর সৌমিক হোসেন,সাংসদ খলিলুর রহমান, বিধায়ক সুব্রত সাহা প্রমুখ। তিনি কখনও কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস,কখনও বিজেপিতে যোগ দিয়েছেন । ২০১৯ সালে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়ে লড়াই করেন হুমায়ুন। একসময় কংগ্রেস দলের হয়ে রাজনীতি শুরু করেন হেভিওয়েট এই নেতা। প্রাক্তন প্রতিমন্ত্রী হুমায়ুনের এই নিয়ে দ্বিতীয়বার তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন। তৃণমূল কংগ্রেসে যোগদানের পর হুমায়ুন কবীর দাবি করেন ‘আগামী নির্বাচনে জেলায় ২২ টি আসনই পাবে তৃণমূল কংগ্রেস’। এ দিন সাংসদ খলিলুর রহমান জানান, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতিটি মানুষের কাছে পৌঁছে গেছেন। হুমায়ুনের ফিরে আসা তারই একটি দৃষ্টান্ত। কো-অর্ডিনেটর সৌমিক হোসেন জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক উন্নয়নে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছেন হুমায়ুন কবীর। ছবি-হামিম হোসেন মন্ডল ।