|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে করোনার বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হল। এদিন মুখ্যসচিব বিষয়টি নিয়ে একটি নির্দেশিকা জারি করেছেন। সেই নির্দেশিকায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিধিনিষেধ বাড়ানোর কথা জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করেই এই বিধিনিষেধের সময় বাড়ানো হয়েছে।
এদিনের নির্দেশিকায় বলা হয়েছে, এর আগেকার নির্দেশিকায় যেসব ছাড় দেওয়া হয়েছিল তা এবারের নির্দেশিকাতেও বলবত থাকবে। আগেকার নির্দেশিকায় বলা হয়েছিল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কোচিং ক্লাস ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে চালানো যাবে। এছাড়া রাত ১১ টা থেকে ভোর ৫ টার মধ্যে গাড়ি কিংবা মানুষের যাতায়াতের ওপরে যে নিষেধাজ্ঞা ছিল তাও বলবত রাখা হবে। তবে এর বাইরে রাখা হয়েছে স্বাস্থ্য পরিষেবা, আইনশৃঙ্খলা, অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ, কৃষিজাতপণ্য সরবরাহকে।
নির্দেশিকায় বলা হয়েছে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা ছাড়াও স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যেসব বিধিনিষেধ রয়েছে তা বজায় থাকছে।পাশাপাশি নিয়োগকর্তা, পরিচালন সমিতি, মালিকপক্ষ কিংবা কোনও অফিসের সুপার ভাইসরদের উদ্দেশে নির্দেশিকায় বলা হয়েছে সব ধরনের কোভিড প্রোটোকল মেনে চলার জন্য। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট সময় অন্তর স্যানিটাইজেশন, কর্মীদের ভ্যাকসিনের মতো বিষয়ও। যতটা সম্ভব বাড়ি থেকে কাজের বন্দোবস্ত করতেও বলা হয়েছে এই নির্দেশিকায়।
জেলা প্রশাসন, পুলিশ কমিশনারেট এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলিকের উদ্দেশে বলা হয়েছে, তারা যেন উপরের নির্দেশিকা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন। যদি বিধিনিষেধে কোনও রকমের অমান্য করার মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০০৫ অনুযায়ী যেন তারা ব্যবস্থা গ্রহণ করেন।