লোন না পাওয়ায় পুরাতন মালদা ব্লক দপ্তরের সামনে বিক্ষোভ

মালদা: আদিবাসী সংঘের টি এস পি গ্রুপ লোন না পাওয়ায় বিডিওর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে এবারে পুরাতন মালদা ব্লক দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন পাঁচ শতাধিক আদিবাসী মহিলা। শুক্রবার বৃষ্টি মাথায় নিয়ে এই বিক্ষোভে সামিল হন পুরাতন মালদা ব্লকের যাত্রা ডাঙ্গা অঞ্চলের পাঁচ শতাধিক আদিবাসী মহিলা।

    আদিবাসী মহিলাদের অভিযোগ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আদিবাসী জনসাধারণের জন্য আদিবাসী সংঘের টি এস পি গ্রুপ লোন গত 7 মাস আগে বরাদ্দ হওয়ার পরও তা দেওয়া হচ্ছে না। সেই লোনের টাকা পাওয়ার দাবিতে আদিবাসী সঙ্গের মহিলারা বিডিও অফিসে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। মহিলারা আরো অভিযোগ করেন, পুরাতন মালদা ব্লকের বিডিওর বদলি হয়ে গেছে এই কারণে দেরি হচ্ছে এই অজুহাত দেওয়া হচ্ছে তাদের। এক একটা গ্রুপকে আড়াই লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর। তাহলে এত টাকা গেল কোথায়। গ্রূপ লোন বরাদ্দ হয়ে যাওয়ার পরও সেই টাকা থেকে তারা বঞ্চিত। এই অভিযোগ তুলে আজকে তারা আন্দোলনে শামিল হয়েছেন। যদিও ব্লক দপ্তর সূত্রে খবর দুয়ারে সরকার শিবির শেষে এই সমস্যার সমাধান হবে।