গ্রাম বাংলার ভোটে ও পঞ্চায়েতে বোর্ড গঠনে যখন রাজ্যজুড়ে সবুজ-ঝড়, তখন রাজ্যের দুই জায়গায় বিরোধীরা গড়ল বোর্ড

নিজস্ব সংবাদদাতা : গ্রাম বাংলার ভোটে (Panchayat Election) ও পঞ্চায়েতে বোর্ড গঠনে যখন রাজ্যজুড়ে সবুজ-ঝড়, তখন রাজ্যের দুই জায়গায় বিরোধীরা গড়ল বোর্ড। একদিকে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার কৃষ্ণপুরে বোর্ড গড়েছে বিজেপি। তেমন আবার উত্তরবঙ্গের মালদার মহেন্দ্রপুরে বাম, কংগ্রেস ও নির্দলদের রামধনু জোট তৃণমূলের (TMC) বিরুদ্ধে বোর্ড গড়েছে। দীর্ঘদিন পর তৃণমূলের হাতে থাকার পর হাতছাড়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত। যেখানে এবার বোর্ড গঠন করেছে বিজেপি। অন্য়দিকে, বাম, কংগ্রেস ও নির্দল মিলে মালদার (Malda) মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে। বোর্ড গঠন ঘিরে পুলিশের সঙ্গে বাম-কংগ্রেস কর্মীদের বচসায় উত্তেজনা ছড়ায়।

     

    পর্যাপ্ত পুলিশ (Police) কর্মীর অভাবের কারণ দেখিয়ে মালদা ও দক্ষিণ ২৪ পরগনার দুই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন স্থগিত রেখেছিল প্রশাসন। শনিবার বোর্ড গঠন হল। দুই গ্রাম পঞ্চায়েতেই বোর্ড গড়ল বিরোধীরা (Opposition)। দক্ষিণ ২ পরগনার মন্দিরবাজার ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন ১৯টি, বিজেপির দখলে গেছে ১০টি আসন, তৃণমূল পেয়েছে ৫টি আসন, ৩টি আসন গেছে আইসএফের দখলে, আর ১ টি আসনে জেতেন নির্দল প্রার্থী। পরে নির্দল প্রার্থী বিজেপিতে যোগ দেন। ১০ অগাস্ট পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয় জানিয়ে বোর্ড গঠন স্থগিতের নোটিস দেন বিডিও (BDO)। যা ঘিরে তুলকালাম বেধে যায় পঞ্চায়েত অফিস চত্বরে।কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন জয়ী বিজেপি প্রার্থীরা। ১৯ অগাস্ট বোর্ড গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই মতো শনিবার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করল বিজেপি। প্রধান হলেন রাহুল সর্দার এবং উপ-প্রধান হলেন রূপা হালদার। অনুপস্থিত ছিলেন তৃণমূলের ৫ জন ও আইএসএফের ৩ জন পঞ্চায়েত সদস্য়। বোর্ড গঠনের দিনে হাজির ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক বলেছেন, ‘আমাদের ১০ জন জিতেছি। একজন নির্দল যোগ দিয়েছে। ওরা চেষ্টা করেছে। কেন ১০ তারিখ করতে দিল না ? এই ক’দিনে যদি আমাদের লোকেদের তুলে নেওয়া যায়। মামলা দিয়েছে। পুলিশ ভয় দেখিয়েছে। পুলিশও তো কাজ করছে তৃণমূলের হয়ে।’ দীর্ঘদিন ধরে এই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে ছিল। এই প্রথম পঞ্চায়েতটি হাতছাড়া হল শাসক দলের। এবিষয়ে তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলা সভাপতি জয়দেব হালদারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রসঙ্গ এড়িয়ে যান।

     

    অন্য়দিকে, মালদার হরিশ্চন্দ্রপুরের ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বাম, কংগ্রেস ও নির্দল মিলে বোর্ড গঠন করল। মহেন্দ্রপুর পঞ্চায়েতে মোট আসন ২০। তৃণমূল জিতেছে ৯টি আসনে। সিপিএম ও কংগ্রেস ৫টি করে আসন পেয়েছে। ১টি আসন দখল করেছেন নির্দল প্রার্থী। ১২ অগাস্ট এই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হওয়ার কথা থাকলেও পুলিশি নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে তা স্থগিত করে প্রশাসন। বোর্ড গঠন ঘিরে এদিন পঞ্চায়েত অফিসের বাইরে বাম ও কংগ্রেস সমর্থকরা ভিড় জমালে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাম ও কংগ্রেস সমর্থকরা। পরে গঠিত হয় বোর্ড ।