জীতেই সরকারি ময়দানে শিলিগুড়ির ১৪নং ওয়ার্ডের কাউন্সিলার শ্রাবনী দত্ত

শিলিগুড়ি: শিলিগুড়িতে শুরু “দুয়ারে সরকার “আর জীতেই সরকারি ময়দানে নেমে পড়েছেন শিলিগুড়ির ১৪নং ওয়ার্ডের কাউন্সিলার শ্রাবনী দত্ত।

    তিনি জানালেন মানুষ অনেকদিন ধরেই আটকে ছিলো যেহেতু নির্বাচনী আচরনবিধি চালু ছিলো।তাই জীতেই আমার প্রথম লক্ষ সমস্যার সমাধান করা।বিশেষ করে সাধারন মানুষ প্রচণ্ড সমস্যার মধ্যে আছেন।আর সেটা জেনেই মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলি শুরু হয়েছে।আমাকে আমার ওয়ার্ডের মানুষ দ্বিতীয়বার জয়ী করে যে দায়িত্ব দিয়েছেন আমি সেটা পালন করতে চেষ্টা করব যতটা পারি।বহু মানুষের লক্ষীর ভান্ডার হয় নি,আবার অনেকেই করেও টাকা পাচ্ছেন না ঠিকমত আমি এবারে তাদের সেই সমস্যার সমাধান করবো।এখানে তিনদিন ধরে চলবে “দুয়ারে সরকারের ক্যাম্প”।আমাদের লক্ষ্যই থাকবে মানুষকে যতটা পারা যায় পরিসেবা দেওয়া। কাউন্সিলারের পাশাপাশি এম আইসির দায়িত্বও থাকবে এবারে তার তিনি জানালেন আমার লক্ষ মানুষের জন্য কাজ করে যাওয়া।এখানে বহু মানুষ আসেন যাদের ফর্ম বোঝা কিংবা তা পুরন করবার মতন অবস্থা নেই আমাদের লক্ষ থাকবে তাদের সেই অসুবিধা দুর করা যাতে তারা পরিসেবা পায় আমাদের কাছ থেকে।