|
---|
শিলিগুড়ি: আমার যতটুকু কাজ আমি করছি।তারপরে যা ফলাফল হবে সেটা তো হবেই।আমি পরিশ্রম করছি দল আমাকে যতটুকু দায়িত্ব দিয়েছে।আমি করে যাব।জানালেন পাপিয়া ঘোষ।প্রতিদিনই পরিশ্রম করে চলেছেন,শিলিগুড়ির 47টি ওয়ার্ড চষে বেড়াচ্ছেন এবং প্রতিটি প্রার্থীর হয়ে কথা বলছেন পাপিয়া ঘোষ।
রোজ সকালে বাড়ি থেকে বের হচ্ছেন ঘরে ঢুকতে ঢুকতে রাত হয়ে যাচ্ছে।আমি ওসব নিয়ে ভাবি না।একটা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেয়েছি,সেটা যদি ঠিকঠাক পালন করতে পারি তবে মনে করবো আমি সফল।পাপিয়া ঘোষ আরো জানালেন গৌতম দেব অসুস্থ থাকায় মুল দায়িত্ব আমার উপরেই পড়ছে,আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে সাহায্য করতে।পাপিয়া ঘোষের কথায় এই কোভিড পিরিয়ডে আমাকে নিজেকেও সুস্থ রাখতে হচ্ছে।তবে আমার বিশ্বাস আমি আমার কাজ ঠিকমতো করতে পারবো জানালেন পাপিয়া ঘোষ।আমি তাকিয়ে আছি আগামী পনেরো তারিখের দিকে।আমরা যদি বোর্ডে আসতে পারি তবেই আমাদের আসল জয় হবে,জানালেন রবীন্দ্রনাথ ঘোষের মেয়ে।