রাজ্যে কর্মসংস্থান বাড়ানোর উদ্দেশ্যে জেলায় জেলায় ‘জব ফেয়ার’ কারিগরিশিক্ষা দপ্তরের

দেবজিৎ মুখার্জি: রাজ্যে কর্মসংস্থান বাড়ানোর উদ্দেশ্যে এবার শুধু কলকাতা নয়, জেলায় জেলায় ‘জব ফেয়ার’ শুরু করল কারিগরিশিক্ষা দপ্তর।

    শুক্রবার সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী হুমায়ুন কবীর জানান “চলতি বছরে কলকাতা-সহ চার জেলায় ‘জব ফেয়ার’ করে ৮ হাজার ৯৯৫ জনকে চাকরি দেওয়া হয়েছে। দুর্গাপুর, কলকাতা, মালদহ ও মুর্শিদাবাদে জব ফেয়ারগুলি হয়েছে। ১২ মে শিলিগুড়িতে আরও একটি জব ফেয়ার হবে। সেখানেও প্রচুর ছাত্রছাত্রী চাকরির নিয়োগপত্র পাবেন।”

    তিনি আরো জানান “কারিগরি শিক্ষাদপ্তরের ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পে প্রতি বছর ছ’লক্ষ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হয়। কাজ শেখার পর সবাই কোনও না কোনও কাজ পেয়ে যান। কিছু সংস্থার সঙ্গে নতুন করে আমাদের মউ স্বাক্ষর হয়েছে। রাজ্যের যুবসমাজের আরও বেশি কর্মসংস্থান হবে।”