|
---|
হামিম হোসেন মণ্ডল, কাঁথি : ইয়াস বা যশ ঘুর্ণিঝড়ে বিধ্বস্ত পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর সমুদ্রতট। তার সংলগ্ন এলাকায় ৪ঠা জুন পশ্চিমবঙ্গ প্রানী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের ফিসারি তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে দুঃস্থ ও অসহায় মৎস্য চাষীদের জন্য ত্রাণ বিতরণ করা হয়। জেলার মৎস্য চাষীদের মাছ সংক্রান্ত যে কোনো সহায়তা দেওয়ার জন্য তাঁরা জন্য “টেলি সহায়তা” নামক এক অভিনব কর্মসূচির সূচনা কর হয়। ফলে উল্লেখিত মৎস্য বিশেষজ্ঞদের ফোন নম্বরে যোগাযোগ করে জানা যাবে বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষের পদ্ধতি সম্পর্কে। মৎস্য পড়ুয়াদের এহেন উদ্যোগকে সাফল করতে সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রী তৃনাঙ্কুর ভট্টাচার্য। ছিলেন ফিসারি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রী সায়ন্তন ভট্টাচার্য্য। তিনি ‘নতুন গতি’কে বললেন, “আমরা ঘূর্ণিঝড় যশে বিধ্বস্ত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছি। রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রী তৃনাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে এই ত্রাণ বিতরণ ও লিফলেট বিলি করা হল।”
মৎস্য পড়ুয়াদের এমন সহযোগিতা পেয়ে স্থানীয় মৎস্যজীবীরা উল্লসিত। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের মৎস্য মন্ত্রী শ্রী অখিল গিরি।