|
---|
শিলিগুড়ি: “আমরা মানুষের পাশে আছি” শিলিগুড়ির আশ্রমপাড়ার বাসিন্দা অজিত ব্যানার্জী নিজের দায়িত্ব নিয়ে তৈরী করছেন।বেশ কিছু সামাজিক কাজের পাশাপাশি দুস্থদের জন্য blood donation camp করেছেন তিনি।এর মধ্যে উল্লেখযোগ্য গোসাইপুরে তার বিনামুল্যে সাস্থ্য পরিক্ষা শিবির এবং রক্তদান শিবির।
এই ক্যাম্পে উপস্থিত হয়ে বিনামুল্যে রোগীদের চিকিৎসা করালেন দুই বিখ্যাত ডাক্তার। ডাক্তার শীর্ষেন্দু পাল এবং ডাক্তার সন্দীপ সেনগুপ্ত।গোসাইপুর এবং তার আশেপাশের বহু মানুষ এসে বিনামুল্যে চিকিৎসা করিয়ে যান।অজিত ব্যানার্জী জানালেন বর্তমান তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ তাদের প্রচুর সাহায্য করছেন এবং করে যাচ্ছেন।তাছাড়া আমরা মুখ্যমন্ত্রীর আদর্শে বিশ্বাস করি।মুখ্যমন্ত্রীর মতন আমরাও মানুষের পাশে থাকতে চাই জানালেন অজিত ব্যানার্জী।আগামী দিনে আমাদের আরো বড় বড় কাজ করবার ইচ্ছা আছে বলে জানালেন অজিত ব্যানার্জী।