লকডাউনে অসুস্থ শিশু কোলে অসহায় দম্পতির পাশে দাঁড়ালেন ডমকল থানার পুলিশ

লকডাউনে অসুস্থ শিশু কোলে অসহায় দম্পতির পাশে দাঁড়ালেন ডমকল থানার পুলিশ

    আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ : মহামারী করোনা ভাইরাসে সম্পূর্ণ দেশ আজ পুরো পুরি জর্জরিত, প্রতিদিন ৫০ হাজার পেরিয়ে যাচ্ছে আক্রান্তের সংখ্যা, দেশের প্রতিটা রাজ্য নিজের মতন করে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে, পশ্চিমবঙ্গে এই করোনা ভাইরাসের সংক্রমণ কে রোখার জন্য সাপ্তাহিক লকডাউনের ব্যবস্থা করা হয়েছে, গতকালকে ছিল আগস্ট মাসের শেষ লকডাউন। লকডাউন কে কার্যকর করতে একাধিক ভূমিকা নিয়েছে রাজ্যের পুলিশ প্রশাসন, প্রয়োজনে জনগণের উপর হাত পর্যন্ত তুলেছে পুলিশ, লকডাউন না মানার জন্য অনেককেই গ্রেফতারও করা হয়েছে কিন্তু গতকাল মুর্শিদাবাদে দেখা গেলো পুলিশ প্রশাসনের মানবিক চিত্র।

    গতকাল লকডাউনের কারণে মেলেনি কোনো গাড়ি তাই নিজের ৬ মাসের অসুস্থ শিশুকে নিয়ে ডমকল থানার অন্তর্গত বঘারপুর রবোনা গ্রাম থেকে পায়ে হেঁটে ডমকল মহকুমা হাসপাতাল পর্যন্ত রওনা দেন এক দম্পতি। রাস্তায় সেই অসহায় দম্পতি কে দেখে দাঁড় করাই ডমকল থানার পুলিশ, তাদের কে জিজ্ঞাসাবাদ করা হলে তারা তাদের সমস্যা বলে। তাৎক্ষণিক সেই অসুস্থ শিশু ও মা বাবাকে পুলিসের গাড়িতে তোলা হয় এবং ডমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে সাথে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করেন ডমকল মহকুমা পুলিশ আধিকারি ফারুক মোহাম্মদ চৌধুরী। শিশুটির পিতা রাজেশ মণ্ডল পুলিসকে ধন্যবাদ জানান, তিনি বলেন গাড়ি না পেলে আমার হেঁটেই চলে আসতাম পুলিশ আমাদের অনেক সাহায্য করেছে। পুলিশ আধিকারি ফারুক মোহাম্মদ চৌধুরী বলেন এর আগেও পুলিশ এই রকম মানবিক কাজে লিপ্ত ছিল আগেও থাকবে।