১৯ দিনেও অধরা অভিযুক্ত, চাঁচল থানায় বিক্ষোভ

উজির আলী,চাঁচলঃ ২৮ আগষ্ট

    ১৯ দিন পার হলেও পকড়াও হয়নি অভিযুক্ত।
    অবশেষে জেলা বিজেপির দারস্থ হলেন পরিবার।
    উল্লেখ্য,মালদহের চাঁচল গ্রাম পঞ্চায়েত এলাকার ঘােষপাড়ার এক মাধ‍্যমিক উত্তীর্ন এক কিশোরীর মৃত‍্যু ঘটেছিল। যা গোটা এলাকায় চাঞ্চল‍্য ছড়িয়েছিল। এঘটনা চলতি আগষ্ট মাসের ০৯ তারিখ রবিবারের। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার দায় পড়েছিল এক কিশোরের বিরুদ্ধে। তার বাড়ী হরিশ্চন্দ্রপুর থানার চন্ডীপুর গ্রামে বলে খবর।

    তবে ঘটনার ১৯ দিন অতিবাহিত হলেও এখনো পুলিশ পকড়াও করেন ওই যুবক বিশ্বজিৎ ঘোষকে। অবশেষে মৃতা কিশোরী সুমি ঘোষের(১৭) পরিবার বিজেপির দারস্থ হলেন।
    পরিবারের তরফে দাবী মেয়ের মৃত‍্যুর পর একটি সুসাইড নোট পাওয়া গেছে। ওখানে ওই দোষী অভিযুক্তের জন‍্য মেয়ে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। আমরা পুলিশের কাছে অভিযোগ করলেও এখনো গ্রেফতার হয়নি মূল অভিযুক্ত। পরিবারের দাবী দোষীকে গ্রেফতার করা হোক।

    দোষীকে গ্রেফতারের দাবী শুক্রবার দুপুরে জেলা বিজেপির মহিলা মোর্চার তরফে চাঁচল থানায় বিক্ষোভ কর্মসূচী গ্রহন করা হয়। বিক্ষোভে সামিল হয়েছিলেন জেলা সহ চাঁচলের মহিলা মোর্চার শতাধিক সদস‍্য সহ উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মু ও জেলা মহিলা মোর্চার সভানেত্রী সুতপা মুখ‍োপাধ‍্যায়, জেলা বিজেপি কমিটির সম্পাদক দীপঙ্কর রাম সহ গেরুয়া কর্মী -সমর্থকেরা।

    এদিন থানা ঘেরাও করে সকলে বিক্ষোভ দেখান। পরে পাঁচজনের প্রতিনিধি দল থানা চত্বরে প্রবেশ করে আই.সি কে একটি স্মারকলিপি প্রদান করেন।অবিলম্বে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হোক দাবী জানিয়েছেন সকলেই।

    চাঁচল থানার আই.সি সুকুমার ঘোষ জানান,
    মোবাইলের লোকেশন সূত্র ধরার প্রক্রিয়া চলছে।অভিযুক্তের তল্লাশিতে পুলিশ তৎপর রয়েছে। অভিযুক্তকে গা ঢাকা দিয়ে বেশী থাকতে দিবেনা পুলিশ, শীঘ্রই পকড়াও হবে জানানো হয়েছে চাঁচল পুলিশের তরফে। তবে কবে পাব ন‍্যায় বিচার? সেই প্রশ্ন এখন সুমির ঘোষের পরিবারের।