|
---|
সাহিন হোসেন, মুর্শিদাবাদ : সাগরদিঘি বি ডিও অফিসে রক্ত দান শিবির অনুষ্ঠিত হল ২৩ মার্চ বুধবার ।এই রক্ত দান শিবিরে উপস্থিত ছিলেন সাগরদীঘি বিডিও সুরজিৎ চ্যাটার্জী , সাগরদীঘি গ্রাম পঞ্চায়েত প্রধান অরূপ মণ্ডল, ডাঃ দেবজ্যোতি রায়, বোখারা ২ গ্রাম পঞ্চায়েত প্রধান দিপু সেখ ,বি এল অার ও, পরিতোষ বন্দোপাধ্যায় এবং সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠন ও নিফা সংস্থা। এছাড়াও এদিন রক্ত দানে এগিয়ে অাসতে দেখা যায় প্রতিবন্ধীদেরও।
মোট ৪৮ জন রক্তদাতা রক্তদান করেছেন বলে জানান বিডিও সুরজিৎ চ্যাটার্জী। তিনি এই রক্ত দান শিবিরে সকল রক্তদাতাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।