|
---|
মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা :
দিন দুপুরে এটিএম ভেঙে টাকা লুট করার চেষ্টা ! দুষ্কৃতী ব্যাংকের এটিএমের ভিতরে ঢুকে লুটপাট চালানোর সময় চোখে পড়ে যায় স্থানীয়দের । তখন স্থানীয়রা এসে এটিএমের সাটার বন্ধ করে দিলে ভিতরেই আটকে পরে ওই দুষ্কৃতী । পরে পুলিশ এসে এটিএমের সাটার খুলে হাতেনাতে গ্রেফতার করেছে ওই দুষ্কৃতীকে । আজ এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার অন্তর্গত নৈহাটি শহরে । স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে , আজ দুপুর বেলায় নৈহাটির আরবিসি রোডের ৪ নম্বর পোলের পাশে অবস্থিত ইউনিয়ন ব্যাংকের এটিএমে এক দুষ্কৃতী ঢুকে এটিএম ভাঙার চেষ্টা করে । বিষয়টি নজরে পড়ে যায় স্থানীয় কয়েকজনের । তক্ষুনি তারা গোপনে এসে এটিএমের সাটার বন্ধ করে দিয়ে নৈহাটি থানায় খবর দেন । খবর পেয়ে নৈহাটি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে এটিএমের সাটার খুলে ওই দুষ্কৃতীকে হাতেনাতে গ্রেফতার করে। দিনে দুপুরে এমন দুঃসাহসিক ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।