|
---|
নিজস্ব সংবাদদাতা,শিলদা.: ঝাড়গ্রাম জেলার শিলদা চন্দ্রশেখর কলেজের এন এস এস ইউনিটের উদ্যোগে বিশ্ব এইডস দিবসকে স্মরণে রেখে আগামী ২১ তারিখ একটি রক্তদান শিবির আয়োজিত হবে। এই উপলক্ষ্যে শুক্রবার উক্ত রক্তদান শিবিরকে সফল করার জন্য মহাবিদ্যালয়ের সেমিনার হলে সমস্ত অধ্যাপক ও অধ্যাপিকা এবং শিক্ষা কর্মীদের তথা ছাত্র-ছাত্রীদের নিয়ে এক আলোচনা সভা আহ্বান করা হয়। উক্ত সভায় NSS – এর 230 জন এর অধিক স্বেচ্ছাসেবক ও 42 জন অধ্যাপক ও অধ্যাপিকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন NSS Programme Officer অধ্যাপক ফটিক চন্দ্র অধিকারী । এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন NSS উপদেষ্টা কমিটির সভাপতি ও উপাধ্যক্ষা ড. সুজাতা তিওয়ারি ও সদস্য ড. নির্মল কুমার মণ্ডল । অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন NSS Programme Officer অধ্যাপক ড. সুশান্ত দে ।