আড়াই ফুটের দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগালেন শান্তিপুরের যুবক!

নিজস্ব সংবাদদাতা : ছোটবেলা থেকেই মন টানত প্রতিমা তৈরি। এবার আড়াই ফুটের দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগালেন শান্তিপুরের যুবক। অনলাইনে অর্ডার পেয়েই এই প্রতিমা তৈরি করেছেন বলে জানালেন শিল্পী।

     

    ছোটবেলা থেকেই প্রতিমা তৈরি মন কাড়ত শান্তিপুরের জগন্নাথ প্রামাণিকের। জানা যায়, পাঁচ বছর বয়স থেকে দেখেই শিখেছেন প্রতিমা তৈরি করা।পরবর্তীতে পড়াশোনায় মন দেন। তবে শান্তিপুর কলেজ থেকে স্নাতক উত্তীর্ণ হওয়ার পরও মেলেনি চাকরি। তাই খানিকটা বাধ্য হয়ে শখকেই পেশা করেছেন জগন্নাথ। শুরু করেছেন প্রতিমা তৈরি। এবছর জগন্নাথ চারটি ছোট দুর্গা প্রতিমা তৈরি করেছেন। প্রতিমার উচ্চতা আড়াই ফুট, সাড়ে তিন ফুট, সাড়ে চার ফুট এবং আরেকটি প্রায় সাড়ে সাত ফুট। জগন্নাথ জানান, এ বছর তাঁর আড়াই ফুটের দুর্গা প্রতিমা পাড়ি দেবে বেঙ্গালুরুতে। বাকিগুলো যাবে কলকাতায়। অনলাইনের মাধ্যমে এই প্রতিমার অর্ডার পেয়েছেন বলেই জানিয়েছেন তিনি।