|
---|
নিজস্ব সংবাদদাতা : হালিশহর পুরসভার উদ্যোগে শুক্রবার থেকে চালু হলো মিউনিসিপ্যাল ক্যাফে। যা ব্যারাকপুর মহকুমা শুধু নয়, উত্তর ২৪ পরগনা জেলায় প্রথম। রামপ্রসাদ ঘাটের কাছে ঘোষপাড়া রোডের ধারে এই ক্যাফের উদ্বোধন করেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। উপস্থিত ছিলেন হালিশহরের পুরপ্রধান শুভঙ্কর ঘোষ, উপপুরপ্রধান হিমানীশ ভট্টাচার্য, পুরপারিষদ সদস্য প্রণব লোহ-সহ পুর কাউন্সিলাররা।এই ক্যাফে থেকে চা-কফি, বিভিন্ন রকমের ফাস্টফুড বিক্রি করবেন পুরসভারই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আরও বেশি স্বনির্ভর করতে ক্যাফে চালু করে সেটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ওই গোষ্ঠীর চার মহিলাকে। ক্যাফে তৈরি এবং প্রথম পরিচালনার সমস্ত খরচই বহন করেছে পুরসভা।হালিশহরের পুরপ্রধান শুভঙ্কর ঘোষ বলেন, ‘ক্যাফে থেকে যে লভ্যাংশ আসবে তার একটা অংশ পুরসভা নেবে এবং বেশি অংশ নেবে স্বনির্ভর গোষ্ঠীর ওই চার মহিলা।’