|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, কাকদ্বীপ: নাগরিকপঞ্জির বিরুদ্ধে এবার পথে নামলো ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। রবিবার এই উপলক্ষে দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপ ব্লকের কেদো হাসপাতাল মোড়ে জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা কর্যত জনজোয়ারে পরিণত হয়। সভায় বক্তব্য পেশ করেন পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি ডাঃ রইসুদ্দিন, রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্যদ্বয় সেখ মোজাফফর,আবু তাহের আনসারী, বিশিষ্ট বুদ্ধিজীবী সুবোধ চন্দ্র মাইতি সহ অন্যান্য বিশিষ্টরা। সভা থেকে এনআরসির নামে হয়রানি সহ আতঙ্কে সাধারণ মানুষের মৃত্যুর বিষয়গুলো উঠে আসে। অবিলম্বে এই হয়রানি বন্ধ করার পাশাপাশি এনআরসির নামে রাজনীতি বন্ধেরও আহবান জানান।
উল্লেখ্য, অসমের এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই দেশজুড়ে এনআরসির হুঙ্কার দিচ্ছেন বিজেপি নেতৃবৃন্দ। যদিও বাংলায় কোনোমতেই এনআরসি করতে দেওয়া হবে না বলে হুঙ্কার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই সভার মাধ্যমে এবার এনআরসির বিরুদ্ধে কার্যত হুঙ্কার ছাড়ল ওয়েলফেয়ার পার্টি।