|
---|
নবাব মল্লিক, পাটুলী: পূজা দেখে ফেরার পথে রাস্তায় দাড়ানো অবস্থায় আখের লরির সঙ্গে সংঘর্ষে মৃত এক কিশোর। ঘটনাটি শহীদ ক্ষূদিরাম মেট্রো স্টেশনের সম্মুখে ঘটেছে বলে জানা যাচ্ছে। দূর্ঘটনায় গুরুতর আহত চারজন। জানা যাচ্ছে পূজা দেখে ফেরার সময় শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের বাইরে দাড়িয়েছিল দূর্ঘটনাগ্রস্থ বাইক আরোহীরা। ঠিক সে সময় উল্টো দিক থেকে আসা একটি আখবোঝাই লরি ধাক্কা দেয় তাদের। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহতদের কাছে রেমিডি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। দূর্ঘটনার অব্যবহিত পর কর্তব্যরত ট্রাফিক পুলিশরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পাটুলি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে।