|
---|
উজির আলী, নতুন গতি, চাঁচল: শেষ হল একদিনের নৈশ ঝার্নি সঙ্গীত প্রতিযোগীতা। সোমবার চাঁচলের কনুয়া যুব ঐক্যের পরিচালনায় সারা রাত ঝার্নি গান করেন চাঁচল থানার বিভিন্ন গ্রামের দলগুলি। এলাকার লাইব্রেরীর মাঠে অনুষ্ঠিত হয় সঙ্গীত। জানা যায়, জেলা কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন এদিনের অনুষ্ঠানের সূচনা করেন। কমিটির সভাপতি জানান, প্রতিযোগীতার বিচারকরা পারা ইটাহারের পারা হরিপুর প্রথম ও চাঁচলের নৌগাছিয়া দলকে দ্বিতীয় বলে ঘোষনা করে নগদ অর্থে পুরষ্কৃত করেন।