|
---|
আজিজুর রহমান,গলসি : গলসিতে পথ দুর্ঘটনায় আহত হল এক কলেজ পড়ুয়া। আহত কলেজ পড়ুয়ার নাম অন্তরা ঘোষ। তিনি বেলান গ্রামের বাসিন্দা ও গলসি মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল দুপুর ৩ টা নাগাদ ঘটেছে কলেজ পড়ুয়া অন্তরা ঘোষ এবং তার দুই বন্ধু গলসি শিকারপুর রোডের বোমপুরের মোড়ের কাছে দাঁড়িয়ে গল্প করছিলেন। ওই সময় গলসি থেকে শিকারপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা মারে। ঘটনায় জখম হয় তিনজনই। তাছাড়াও পাশে দাড়িয়ে থাকা একটি মোটরসাইকেল কে ধাক্কা মারে ট্রাকটি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে যায় গলসি শিকারপুর রাস্তা। আহত দুইজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে জানতে পারা গেছে। ঘটনায় অন্তরা ঘোষের জখম গুরুতর হওয়ায় তাকে বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোম চিকিৎসা করানো হয়। সেখানে তার অবস্থা অবনতি হওয়ায় তাকে কোলকাতার একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ।