|
---|
উজির আলী, নতুন গতি, চাঁচল: চার দিনের মাথায় আরো একটি ভয়াবহ আগুনে ভষ্মিভূত হলো উপহার সামগ্রীর গোডাউন। সোমবার রাত টা ০৮:৩০ নাগাদ চাঁচল সদরের তরলতলা এলাকায় ওই উপহার সামগ্রীর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে ভলে খবর। স্থানীয় সূত্রের খবর, প্রথমে আগুন নেভানোর কাজে হাত দিলেও পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে আনে। চার দিনের মাথায় ঢিল ছোঁড়া দূরত্বে ওই এলাকায় পরপর তিনটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ওই এলাকার স্থানীয় ব্যবসায়ীরা।
জানা যায়, চাঁচল তরলতলা মোড়ে এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী সুজিত রায় একটি উপহার সামগ্রী দোকান রয়েছে। দোকানের মাল মজুত রাখার জন্য তরল তলা মোড়ের পাশে একটি নিচতলে একটি গোডাউন কেনে। সেই গোডাউনে প্রচুর হারে দোকানের প্লাস্টিক যা দ্রব্য মজুত ছিল। হঠাৎই সোমবার দিন রাত্রে সেই গোডাউনে শর্ট সার্কিটের জেরে ভয়াবহ আগুন লাগে। গোডাউন ঘর থেকে দাও দাও করে আগুন বের হতে থাকে। সেই সময় দোকানের মালিক সুজয় বাবু ওই সময় গোডাউনে মাল আনতে যায়। দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখায় তার চিৎকার চেঁচামেচিতে আশেপাশের পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে দোকানদার ছুটে আসে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভাতে কাজে হাত লাগলেও পরে খবর দেওয়া হয় চাঁচল দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুন নেভানোর আগেই গোডাউনে মজুত থাকা সমস্ত উপহার সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
শর্ট সার্কিটে জেরে গোডাউনে আগুন লাগে আগুন লাগে বলে অগ্নি নির্বাপকদের প্রাথমিক অনুমান।
ক্ষতিগ্রস্থ সুজিত রায়ের দাবী,প্রায় দুই লক্ষ টাকার সামগ্রীর ক্ষতি হয়েছে।
চাঁচল থানার পুলিশ জানান, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পৌছায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।