নবমীর দিন বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ালো ছাত্র পরিষদ ও যুব কংগ্রেস মোথাবাড়িতে

 

    নতুন গতি, মোথাবাড়ি: নবমীর দিন বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ালো ছাত্র পরিষদ ও যুব কংগ্রেস। কলিয়াচক ২ ব্লক ছাত্র পরিষদ ও যুব কংগ্রেসের উদ্যোগে হামিদপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে দুস্থদের বস্ত্র বিতরণ করলো।মোট 600 পরিবারের হাতে দ্রব্য তুলে দেওয়া হয়। এদিনের বিতরণ সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা ছাত্র পরিষদের সহ সভাপতি আসিফ সেখ। ব্লক যুব কংগ্রেস সভাপতি হাবিব হক। ব্লক যুব কংগ্রেস সহ সভাপতি মইনুদ্দিন সেখ। ব্লক ছাত্র পরিষদ সভাপতি মেহেবুব আলম সহ আরও অনেকে।