মার্চ মাসে পাঁচ-পাঁচটি সন্তান প্রসব করেছিল শিলা

নিজস্ব সংবাদদাতা:মার্চ মাসে পাঁচ-পাঁচটি সন্তান প্রসব করেছিল শিলা । শিলিগুড়ির বেঙ্গল সাফারির এনক্লোজারে এখন দুরন্ত উৎসাহে দাপিয়ে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের সেই ছানারা। একটি অবশ্য বেঁচে নেই। চার ভাইবোনে মিলেই দিনভর চলছে জলকেলি ।

    সম্প্রতি শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে শিলার ছানাদের নামকরণ করা হয়েছে। তাদের মধ্যে দুজন ছেলে আর দুজন মেয়ে। ওদের নাম দেওয়া হয়েছে শেরা, শিবা, তেজল আর তারা। এমনিতেই বেশ গরম পড়েছে শিলিগুড়িতে। বাঘেদের শরীরে গরম তো আরও বেশি। তাই এনক্লোজারের একফোঁটা জলাশয়ে নেমেই খেলাধুলো করছে তারা। ছোট্ট ছোট্ট এই বাঘেদের জলকেলিতে এখন মজে আছেন সবাই। জলেই ভালো থাকছে তারা। প্রচণ্ড গরমে নাজেহাল শিলিগুড়ি,আর এই গরমে নিজেদের জলের মধ্যেই রাখতে ভালবাসছে ব্যাঘ্র শাবকেরা।