প্যাঙ্গোলিন সহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করল বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা

নিজস্ব সংবাদদাতা:পাচারের আগে প্যাঙ্গোলিন সহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করল বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা । বৃহস্পতিবার ভোড়ে নৌকাঘাট মোড়ে থেকে গ্রেপ্তার করা হয় তাদের । ধৃতদের কাছ থেকে জীবন্ত প্যাঙ্গোলিন উদ্ধার করা হয় । ধৃতরা হল বিজয় বানিয়া ছেত্রী ও শ্যাম রতন রসাইলি । দু’জনই কালিম্পংয়ের বাসিন্দা ।

    জানা গিয়েছে , সিকিম থেকে একটি জীবন্ত প্যাঙ্গোলিন নৌকাঘাট হয়ে নেপালে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল । সেই সময় বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা অভিযান চালিয়ে প্যাঙ্গোলিন সহ দুই জনকে গ্রেপ্তার করে ও একটি চারচাকার গাড়ি বাজেয়াপ্ত করে । ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে ।এই নিয়ে সপ্তাহে দুবার ধরা পড়ল প্যাঙ্গোলীন।এই চোরা কারবারীদের দৌড়াত্য বেড়ে গেছে বলে অভিযোগ অনেকেরই।কেউ এ ব্যাপারে দায়িত্ব নিয়ে এই পাচার রোধ করেন নি বলে অভিযোগ স্থানীয় এলাকার বাসিন্দাদের।এই চোরা পাচারের সাথে যুক্ত আছেন বেশ কিছু মানুষ যারা মূলত নেপাল এবং ভূটান থেকে উত্তরবঙ্গ জুড়ে এসে বসবাস করছেন বলে জানা গেছে।