|
---|
ফুটবল প্রতিযোগিতায় সহযোগিতার হাত শুভেন্দু অধিকারীর অনুগামী পরিবারের
সত্যনারায়ণ শিকদার ও অতনু ঘোষ,পূর্ব বর্ধমান: “দাদার অনুগামী” এই শব্দটির সাথে অল্পবিস্তর সবাই পরিচিত। হ্যাঁ ঠিকই ধরেছেন দাদার অনুগামী বলতে মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী কে যারা মন প্রাণ দিয়ে ভালবাসে শ্রদ্ধা করেন তারাই নিজেদের দাদার অনুগামী বলে পরিচয় দেন। আম্ফান থেকে শুরু করে করোনা মোকাবেলায় সব সময় সাধারণ মানুষের সাথে মানুষের পাশে দাঁড়িয়েছেন এই দাদার অনুগামীরা। বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দাদার অনুগামীরা বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। এবার একটি একরাত্রি ফুটবল প্রতিযোগিতায় সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন দাদার অনুগামী পরিবার। পূর্ব বর্ধমান জেলার বিধানসভার কালনা পৌরসভার অন্তর্গত চারাবাগান নম্বর 6 নম্বর ওয়ার্ডের ইয়ং বেঙ্গল ক্লাবের পরিচালনায় একরাত্রি ফুটবল প্রতিযোগিতায় বেশকিছু পুরস্কার সামগ্রী কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন দাদার অনুগামী পরিবারের পক্ষ থেকে সুজন সর্দার। প্রতিবারের মতো এবারও দাদা অনুগামীদের এই কাজের জন্য সাধুবাদ জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ থেকে সাধারণ মানুষ।