|
---|
নিজস্ব সংবাদদাতা : প্রতি বছরের মতো এবারও খ্যাতনামা বাগ্মী ও ইতিহাসবিদ প্রয়াত জনাব গোলাম আহমাদ মোর্তজা প্রতিষ্ঠিত পশ্চিমবাংলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলূম মেমারি ক্যাম্পাসে বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উদযাপিত হল ৭৭তম স্বাধীনতা দিবস। সকাল ৭ টা ৪৫ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন মেমারি জামিয়ার বিভাগীয় প্রধান জনাব মুফতী তালেবুল্লাহ কাসেমী। তিনি তাঁর বক্তব্যে ভারতের স্বাধীনতা আন্দোলনে মুসলিম বিপ্লবীদের দেশপ্রেম ও আত্মত্যাগের বর্ণময় ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন। সেই সঙ্গে জাতীয় স্বার্থে প্রত্যেককে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে প্রতিটি ভারতীয় নাগরিককে এক হয়ে চলার শপথ নেওয়ার কথা বলেন।
সভায় সভাপতির আসন অলংকৃত করেন জামিয়ার প্রবীণ আলিম শাইখুল হাদীস জনাব মাওলানা আমানাতুল্লাহ কাসেমী। এদিনের এই আবাসিক প্রতিষ্ঠানের ছাত্ররা দেশাত্মবোধক কবিতা, আবৃত্তি, কুই্যজ, বিষয়ভিত্তিক বক্তব্য প্রভৃতি পরিবেশন করে শ্রোতাদের মন জয় করেন। সভাপতির দোয়ার মাধ্যমে এদিনের সভার সমাপ্তি ঘটে।