|
---|
দক্ষিণ২৪পরগনা:নুরউদ্দিন:সোমবার দিন ডায়মন্ড হারবার রবীন্দ্রভবনে জয়ী জেলা পরিষদের প্রার্থীদের উপস্থিতিতে বাসন্তী ব্লক থেকে জেলা পরিষদের সদস্য হয়ে সভাধিপতি নির্বাচিত হয়েছেন নীলিমা বিশাল মিস্ত্রি,এবং দক্ষিণ 24 পরগনা জেলার শহ সভাধিপতি হিসাবে নির্বাচিত হয়েছে শ্রীমন্ত কুমার মালি।দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলা পরিষদের মোট ৮৫ টি আসন, তার মধ্যে বিরোধী পেয়েছে ১টি আসন, এবং ৮৪ টি পেয়েছে শাসক দল অর্থাৎ তৃণমূল,সেই ৮৪ টি আসনের মধ্যে সভাধিপতি হলেন নিলিমা বিশাল মিস্ত্রি,এবং সহ-সভাপতি হলেন শ্রীমন্ত কুমার মালি, ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের জয়ী প্রার্থীরা এবং সাথে সাথে রায়দিঘির এমএলএ ডাঃ অলক জলদাতা, মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং সুন্দরবন জেলার যুব সভাপতি বাপি হালদার সহ বহু তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি গঠনে।
দক্ষিণ ২৪ পরগনা থেকে নুরুদ্দিনের রিপোর্ট নতুন গতি!