|
---|
নিজস্ব সংবাদদাতা : রাজনগর থানার ওসি দেবাশীষ পন্ডিতের নির্দেশে ASI রনজিত চক্রবর্তী ও ASI স্বপন মাল রাজনগর থানার অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে আজ একটি শোভাযাত্রা করলেন।
রাজনগর থানা থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে রাজনগর বাজার পরিক্রমা করে এবং পথ চলতি বাইক আরোহী, যারা হেলমেট ব্যবহার করেনি
, তাদেরকে হেলমেট পরার বিষয়ে সচেতন করা হলো
এবং পরবর্তীতে ট্রাফিক আইন অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে রাজনগর থানার পুলিশের পক্ষ থেকে ওইসব বাইক আরোহীকে সতর্ক করা হলো।