অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার পূর্ণতা পেল পূর্ব বর্ধমানে : সভাধিপতি, সহ-সভাধিপতি নতুন মুখ।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার পূর্ণতা পেল পূর্ব বর্ধমানে : সভাধিপতি, সহ-সভাধিপতি নতুন মুখ। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে প্রায় দেড় মাস ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নবজোয়ার কর্মসূচি রুপায়ন করেছিলেন তার পূর্ণতা পেল পূর্ব বর্ধমানে। দলের বর্ষীয়ান নেতারা তাদের অভিমত ব্যক্ত করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নব জোয়ার কর্মসূচির ব্যাপারে প্রতিক্রিয়া দেন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ১৪ আগস্ট পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতির পদে এলেন দুই নতুন মুখ। সভাধিপতি হলেন মঙ্গলকোটের ভূমিপুত্র, দলের একনিষ্ঠ কর্মী শ্যামা প্রসন্ন লোহার। সহকারি সভাধিপতির পদে এলেন বর্ধমান ১নং ব্লকের ভূমি কন্যা, দলের আস্থা অর্জন করা নেত্রী গার্গী নাহা। এদিন বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চের এনেক্স হলে তৃণমূল কংগ্রেসের দলীয় নেতাদের উপস্থিতিতে সভাধিপতি ও সহকারি সভাধিপতি পদে কাকে বসানো হবে তা ঠিক করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, দলের রাজ্য নেতা তথা পূর্ব বর্ধমানের জেলা পরিষদের বিদায়ী সহকারি সভাধিপতি দেবু টুডু প্রমুখ। পরে কার্জন গেটের সামনে সভাধিপতি ও সহকারি সভাধিপতিকে দলের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, দুই নতুন মুখ দুজনেরই স্বচ্ছ ভাব মূর্তি আছে। দুজনের মধ্যেই নবজোয়ারের স্রোতের প্রবাহ বইছে। আশা করি তাদের ভালো কাজের মধ্য দিয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদ সুনাম অর্জন করবে। এক সাক্ষাৎকারে দেবু টুডু বলেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নবোজোয়ার কর্মসূচি গ্রহণ করেছিলেন তার পূর্ণতা পেল পূর্ব বর্ধমানে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলি তা গুপ্ত। তিনি এক সাক্ষাৎকারে এই প্রতিবেদককে বলেন, জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতি যে দুজনকে করা হলো দুজনেই যোগ্য। গার্গী নাহাকে হাত ধরে এনে বিগত নির্বাচনে জেলা পরিষদ পদের প্রার্থী করেছিলাম। এবারেও তিনি জেলা পরিষদের প্রার্থী হয়ে বিপুল জনসমর্থন পেয়েছেন। তিনিও আশাবাদী সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে দুই নতুন মুখ বর্ধমানের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করবেন।