AIMA সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আমিন ভাইজান এর উদ্যোগে প্রতাপপুর দরবার শরীফে বসানো হলো স্যানিটাইজার বুথ

আনজুম মনির, কলকাতা: সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর মহামারী ভারতবর্ষ তার প্রকোপ থেকে রেহাই পায়নি।লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমনের সংখ্যা সেই সমস্ত দিক মাথায় রেখে অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আমিন ভাইজান এর উদ্যোগে আইমার প্রতাপপুর দরবার শরীফে বসানো হলো স্যানিটাইজার বুথ।

    এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে জেলায় জেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে হ্যান্ড স্যানিটাইজারের ভীষনই আকাল দেখা দিয়েছে এই পরিস্থিতিতে এই স্যানিটাইজার বুথ একসাথে গ্রামের বহু মানুষকে
    করো না মুক্ত থাকতে সাহায্য করবে। আইমার সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আমিন ভাইজান জানিয়েছেন এ ধরনের বুধ আগামী দিনে আরও বিভিন্ন জায়গায় তারা বসাবেন মানুষের কল্যাণে এবং করনা যুদ্ধের হাতিয়ার হিসেবে এই স্যানিটাইজার বুথ যাতে বহু সংখ্যায় জাতি ধর্ম নির্বিশেষে মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে।

    দীর্ঘ এক মাস ব্যাপী অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং সৈয়দ রুহুল আমিন ভাইজান এর উদ্যোগে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দরিদ্র মানুষদের খাবার বিতরণ প্রক্রিয়া চলছে, এই অবধি 40 হাজার মানুষের কাছে আইমা নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য পৌঁছে দিয়েছে, এবার নতুন সংযোজন হলো এই স্যানিটাইজার বুধ।

    ভয়ঙ্কর এই মহামারীর পরিস্থিতিতে যখন রাজ্যে চরম খাদ্য সংকট এবং সংক্রমণের ভয় সেই পরিস্থিতিতে অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশনের এই মানবিক অবস্থান সর্বসাধারণের মন জয় করেছে, জাতি ধর্ম নির্বিশেষে সকলে তাদের এই সামাজিক কাজকে সাধুবাদ জানাচ্ছে হাজার হাজার মানুষ।