|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: প্রযুক্তির সাহায্যে ধর্ষণ কাণ্ডের পর্দা ফাঁস হলো। আদালত কর্তৃক অভিযুক্ত ৪ জন কে থেকে আগামী ২৬ শে নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে অভিযোগকারী এবং অভিযুক্ত দুই পক্ষই মুখ এবং বধির। সেই কারণে পুলিশের তদন্ত করতে প্রথমে দারুন সমস্যা হচ্ছিল। তবে দোভাষী যন্ত্র এবং বিশেষজ্ঞের সাহায্যে তদন্ত করে সফলতা পেলো পুলিশ।গত ২ জুলাই এন্টালিতে এক মুখ বধির যুবতীকে মারধর এবং শারীরিক নির্যাতন করা হয়। কিন্তু যুবতী মুখ বধির হাওয়ায় তদন্ত করতে পুলিশের অসুবিধা হচ্ছিল।
সেই ক্ষেত্রে সাহায্য নেওয়া হয় দোভাষী যন্ত্রের , দোভাষী যন্ত্রের সাহায্যে ওই যুবতীর মুখ থেকে বের হওয়া অসংলগ্ন শব্দগুলোকে স্পষ্ট করা হয় এবং শব্দগুলিকে বোঝার জন্য সাহায্য নেওয়া হয় বিশেষজ্ঞের। আর তাতেই কেল্লাফতে অভিযুক্তদের যথাযথ চিহ্নিত করে গতকাল আদালতে পেশ করা হলে আদালত কর্তৃক আগামী তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ।