ধান কাটতে যাবার সময় পথ দুর্ঘটনায় আহত ১৭ জন শ্রমিক

নতুন গতি, মালদা: ধান কাটতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। জখম হন ১৭ জন মজুর। তাঁদের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখমদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর । দুর্ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে ইংলিশবাজার থানার শোভানগরের কাছে মাদিয়াঘাট এলাকায়। জানা গেছে, দুর্ঘনাগ্রস্ত খেত মজুরদের বাড়ি মোথাবাড়ি থানার আজগুবি, বাঁধপাড়া, কুড়ানটোলা, গ্রামে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পরিবারের লোকেরা। জানা গেছে, খেতমজুর বোঝাই ছোট গাড়ি করে ধান কাটার কাজে দিনাজপুরের ডালখোলার কাছে আব্দুলপুরে যাচ্ছিল।রওনার প্রায় এক ঘন্টা পরে মাদিয়া ঘাটের কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায়। স্থানীয়রা ছুটে এসে জখমদের উদ্ধার করে মিল্কি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর 12 জন আহতকে মালদা মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। জানা গুরুতম চারজন জখমকে কলকাতায় স্থানান্তরিত করার কথা জানিয়েছেন চিকিৎসকগন। এক জখমের আত্মীয় সাবির আলম বলেন,‘। গ্রামের ১৭ জন যাচ্ছিলেন ডালখোলায়। সেখানে মাস খানেক থাকার কথা ছিল তাঁদের। আমন ধান কাটার কাজ শুরু হয়েছে। কিন্তু তার আগেই শ্রমিকরা দুর্ঘটনার কবলে পড়লে উদ্বিগ্ন পরিবার।’‌