|
---|
হৃিদ রোগে আক্রান্ত হয়ে দেহ রাখলেন মৃৎশিল্পী নিশীকান্ত পাল
নতুন গতি, মালদা : হবিবপুর থানার অন্তর্গত বুলবুলচন্ডী অঞ্চলের মৃৎশিল্পী নিশীকান্ত পাল। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৫৯। হঠাৎ হৃিদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলে জানাগেছে। নিশীকান্ত পাল সারাজীবন মূর্তি তৈরি ও তুলির টানের নেশায় নিজেকে নিয়োজিত করে রেখেছিলেন। হঠাৎ তার মৃত্যুতে হবিবপুর ব্লকের শিল্পী মহলে নেমে পড়েছে শোকের ছায়া।নিশীকান্ত পালের আত্মা শান্তি কামনা বৃহস্পতিবার সকল সাত টা সময় এক শোকসভা আয়োজন করেনে হবিবপুর শিল্পী সমিতি সদস্যরা এদিন বুলবুলচন্ডী হসপিটাল মোড় এলাকায় নিশীকান্ত পালের ছবিতে পুস্পঅর্ঘ করার পর এক মিনিট নিরবতা পালন করার পর কালো ব্যাচ লাগিয়ে বুলবুলচন্ডী হসপিটাল মোড় থেকে রালি করে বুলবুলচন্ডী বাজার পরিক্রমা করে শোকসভা শেষ হয়।