রতুয়ার ভাদো বিএসবি হাই স্কুলে একের পর এক পুরস্কার খুশির হাওয়া রতুয়া জুড়ে

রতুয়া,শেখ সাদ্দাম: আগেই শিক্ষারত্ন পুরস্কার পেয়েছেন রতুয়ার ভাদো বিএসবি হাই স্কুলের,প্রধান শিক্ষক আব্বাস আলী এবার মস্ট প্রগ্রেসিভ স্কুলের খেতাব জয় করেছে ভাদো বিএসবি হাই স্কুল,জানিয়ে খুশির হাওয়া স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী সহ রতুয়া এলাকাজুড়ে এই পুরস্কার এক আন্তর্জাতিক পুরস্কার। রতুয়ার ভাদো বিএসবি হাই স্কুলের,প্রধান শিক্ষক আব্বাস আলী পিছিয়ে পড়া অর্থাৎ এস সি এসটি ওবিসি এলাকার মধ্যে বিদ্যালয় কে নতুন করে তৈরি করেছেন। তিনি এই বিদ্যালয়ের মান জাতীয় স্তরে পৌঁছে দিয়েছেন। তিনি তার এই কৃতিত্ব কে শুধু নিজের মনে করেন না তিনি বলেন এই কৃতিত্ব শুধু আমার নয় সকলেরই। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী মানেজমেন্ট কমিটি তার সঙ্গে পুরো সমাজ যা সাহায্য করেছে এই বিদ্যালয় কে জাতীয় স্তরে পৌঁছানোর জন্য।

    তিনি বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন কেবল করেননি করেছেন শিক্ষার গুণগত মান উন্নয়ন। বিদ্যালয় এর মধ্যেই গড়ে তুলেছেন কিচেন গার্ডেন তৈরি করেছেন মিনা মঞ্চ। তাছাড়াও যামিনী রায় মঞ্চ, হেলথ হাব, এনসিসি সহ অনেক কিছুই। এই বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ এর পূর্ণাঙ্গ উদাহরণ।

    প্রধান শিক্ষক আব্বাস আলী ভাদো বিএসবি হাই স্কুলে আগে মানিকচক ব্লকের মথুরাপুর বি এস এস উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক হিসাবে ছিলেন। উনার প্রধান শিক্ষক হওয়ার লক্ষণ ছিল পিছিয়ে পড়া এলাকার বিদ্যালয়ের তথা সমাজের উন্নতি সাধন। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে তাছাড়াও শিশু শ্রম এর মত কু-প্রথা কে দূর করে অন্ধকার সমাজকে আলোকিত করেছেন। তিনি কেবল ছাত্রছাত্রীদের কাছে আদর্শ শিক্ষক নন শিক্ষক-শিক্ষিকাদের কাছেও একজন অভিভাবক।

    ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা সমাজের সমস্ত ধর্মের বর্ণের মানুষ আব্বাস বাবুর কাজে যথেষ্ট আপ্লুত। ছাত্র-ছাত্রীরা বলছেন আমাদের প্রধান শিক্ষক যেভাবে বিভিন্ন পুরস্কৃত হচ্ছেন আমরাও অনেকগুলো পুরস্কার পেয়েছি। আমরা সকলেই চাই আমাদের বিদ্যালয় আরও সামনের দিকে এগিয়ে যায়।