আবারো মানবতার জয়, রোজা রেখে পুরোহিতের মরদেহ শ্মশানে নিয়ে গেলেন মুসলিম যুবকরা

ডিজিটাল ডেস্ক, নতুন গতি: করোনা মহামারির মাঝে দেশজুড়ে যখন বিভেদকামী শক্তি বিদ্বেষ ছড়ানোর কাজ করে চলেছে, তখন মানবতার এক অনন্য নজির গড়ল মেরঠ। সেখানকার ৮৬ বছরের এক পুরোহিত রমেশ মাথুরের মৃত্যুর পর তার মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে এগিয়ে এলেন স্থানীয় মুসলিম যুবকেরা।

    মেরঠের মুসলিম অধ্যুষিত শাহপীর গেট এলাকায় থাকতেন রমেশ। ছেলে চন্দ্র মৌলি মাথুর জানান, ” বাবা খাদ্যনালীর সমস্যা ছিল। মঙ্গলবার হঠাৎই বাবার মৃত্যু হয়। লকডাউনের ফলে কোনও আত্মীয়- স্বজন আসতে পারেননি। প্রতিবেশীরাই বাবার দেহ শ্মশানে নিয়ে যেতে এগিয়ে আসেন।”

    সূত্রের খবর এদিন রোজা রেখেই রমেশ মাথুরের মরদেহ শ্মশানে পৌঁছে দিয়ে আছেন ওই যুবকরা। স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ মবিন জানান, “এখন এমন একটা সময়, যখন আমাদের সবার পাশে দাঁড়ানো উচিত।”